কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা ১৯৭৪ সালের মুজিব-ইন্দীরা ছিটমল বিনীময় চুক্তি বাস্তবায়ন করে ২০১৫ইং সালে ছিটমহল বিনিময়ের পর ফুলবাড়ী ইউনিয়নের গংগারহাট ডাকঘরের অর্ন্তগত দাসিয়ারছড়া মৌজায় কালিরহাট বাজার সংলগ্ন মনোরম পরিবেশে বঙ্গমাতার নামে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসাটি ০৮/০৮/২০১৫ইং তারিখে স্থানীয় জন সাধারনের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়।
২০১৫ইং সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও ০১-০১-২০১৯ ইং সাল হতে পাঠদান অনুমোতি প্রাপ্ত হয়। পাঠদানের অনুমোতির পূর্ব হতে অদ্যাবধি সুপারিনটেনডেন্ট হিসাবে জনাব মোঃ শাহ্নুর আলম দায়ীত্ব পালন করে আসছেন। ইউনিয়নের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ বড় মৌজা। মৌজার ৪নং ওয়ার্ডটি সীমান্তবর্তি জনবহুল এলাকা। অত্র এলাকার অভিভাবক শ্রেণির জনগণ প্রায় ৯০ ভাগ অশিক্ষিত ও নিরক্ষর। যারা শিক্ষিত তারাও বেকার। পাশা-পাশি কোন দাখিল মাদ্রাসা না থাকায় প্রায় ৬ কি.মি. পথ পারিদিয়ে ছেলে- মেয়েরা লেখাপড়া করে। দুরত্বের কারণে বিশেষ করে এলাকার মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত। আমরা জানি যে জাতি যত শিক্ষিত, সে দেশ তত উন্নত। শিক্ষা ছাড়া উন্নতির বিকল্প নেই। শিক্ষায় অনগ্রসর জনগোষ্ঠিকে শিক্ষিত করা, নারী শিক্ষা এবং এলাকার শিক্ষিত যুবকদের বেকারত্ব মোচনের লক্ষ্যে অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করা হয়। এরই ধারাবাহিকতায় অত্র ওয়ার্ডের বিশিষ্ট ব্যাক্তি বর্গের সাহায্য ও সহযোগীতায় ছেলে-মেয়েদের শিক্ষিত করতে বিশেষ করে মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে ০৮/০৮/২০১৫ইং তারিখে এলাকা উদ্দ্যোগে অত্র প্রতিষ্ঠানটি আতœ প্রকাশ করে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজকে প্রতিষ্ঠানটি উপজেলায় একটি পরিচিত প্রতিষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে।
অত্র মাদ্রাসাটি মাননীয় প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনা ১৪/০১/২০২০ইং তারিখে জাতীয় করণ ঘোষনা করেন ও ২৬/০৭/২০২২ইং তারিখ এমপিও ভ‚ক্ত করেন।
সফলতাঃ
২০১৯ইং সালে অত্র প্রতিষ্ঠান হতে শতভাগ পরীক্ষার্থী জে.ডি.সি পরীক্ষায় পাশ করে এবং জিপিএ ৫.০০ সহ বৃত্তি পাচ্ছে।
২০২১ সালে অত্র প্রতিষ্ঠান হতে দাখিল পরীক্ষায় জিপিএ ৫.০০ সহ শতভাগ পাশ করে।
২০২২ইং সালে অত্র প্রতিষ্ঠান হতে দাখিল পরীক্ষায় জিপিএ ৫.০০ সহ শতভাগ পাশ করে।