বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। ক্রম বর্ধমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অপরিসীম। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে উদ্যেগ ও কর্মসূচী হাতে নিয়েছে তা সফলতার দ্বার প্রান্তে পৌছেছে এবং এর কার্যক্রম অব্যাহত রয়েছে। শিক্ষার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওৎপ্রোত ভাবে সম্পৃক্ত । তথ্য প্রযুক্তির দ্বারা আজ সারা বিশ্ব পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি তথ্য প্রযুক্তির শক্তিকে যথাযথ প্রয়োগের মাধ্যমে সেবার মানোন্নয়নে বদ্ধ পরিকর। এ লক্ষ্যে www.sfdm.edu.bd এই ওয়েব সাইটটি চালু করা হয়েছে। তথ্য সমৃদ্ধ এ সাইটটি শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার মুখপাত্র হিসাবে কাজ করবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার জোড়ালো ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় প্রতিজ্ঞ। সে লক্ষ্যে অত্র মাদ্রাসা হতে মেধাবী, সুদক্ষ ও সুযোগ্য মানবসম্পদ তৈরীতে মাদ্রাসার অগ্রযাত্রা সফল ও সার্থক হোক এই প্রত্যাশা কামনা করি।
মোঃ শাহনুর আলম
সুপারিনটেনডেন্ট
শেখ ফজিলাতুনন্নেছা মাদ্রাসা
ফুলবাড়ী, কুড়িগ্রাম।